Friday, April 3, 2015

গার্হস্থ্য অর্থনীতির মূল বিষয় ৫ টি

✺গার্হস্থ্য অর্থনীতির মূল বিষয় ৫ টি, প্রতিটিই গুরুত্বপূর্নঃ-
1.খাদ্য ও পুষ্টি বিজ্ঞান - আপনার প্রতিদিনের খাদ্য ডায়েটের জন্য এর ছাত্রীদের অর্জিত জ্ঞান আবশ্যক।যা আপনী ভাল ভাল নামি দামী হাসপাতাল বা ক্লিনিক ছাড়া অন্য কোথাও পাবেন না।
2.গৃহ ব্যবস্থাপনা- আপনার সুন্দর গৃহটির সজ্জাবিন্যাসের জন্য অবশ্যই একজন ডেকোরেটর প্রয়োজন।যাকে আপনি খুঁজতে যান বিভিন্ন ডেভলপার ও বিল্ডার্স কোম্পানি গুলোতে।
3.ব্যবহারিক শিল্পকলা- শিল্পি ও শিল্প ছাড়া পৃথিবী অচল।যত প্রকার শিল্প আপনি খুঁজেন স্থাপত্য থেকে আপনার অফিস পর্যন্ত সব ই এদের তৈরী।
4.শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক- সামাজিক কর্মকান্ডে নিয়োজিত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এর ছাত্রীদের পদচারনায় কর্মচঞ্চল।
5.বস্ত্র ও বস্ত্র পরিচ্ছদ- পোশাক শিল্পের উপর আমাদের জাতীয় আয় অনেকাংশে নির্ভরশীল।সুতরাং এর ছাত্রীরা সেই জাতীয় উন্নয়নের দাবিদার।
Courtesy: Home Economics College Fact & Confession
Share Plz.

0 comments:

Post a Comment